×
শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৪ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বাগানে সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার রাজাপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত পাথরঘাটায় লন্ডন প্রবাসী নেতার ভার্চূয়াল সভা,চাঁদা বাজি ও দখল বাজির প্রতি হুসিয়ারী দুইদিনব্যাপী রাজাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার বিক্রি ও মজুদ সংক্রান্ত কার্যক্রম মনিটারিং রাজাপুরে অবৈধ ইটভাটায় অভিযান ইট ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা ঢাকাস্থ বরগুনা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠি সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ঝালকাঠিতে ডিসেম্বরে ৪৩টি মামলায় আটক ২৭ অবসরে যাওয়ার আগমুহূর্তে শিক্ষক প্রশিক্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জাতীয় সাংবাদিক সংস্থা‘র প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা
প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর , ২০২৪, ০৮:২৭:০০ পিএম , আপডেট : শনিবার, ২৩ নভেম্বর , ২০২৪, ১০:০৪:৫৯ পিএম
বিশেষ প্রতিনিধি::
GK_2024-11-23_6741eb5fb3a73.jpg

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন এর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর সাংবাদিক সংস্থার আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা শাখার আয়োজনে সিআই পাড়া সড়কে (সদর সার্কেল অফিস সংলগ্ন) জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার আহবায়ক হাসান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খায়রুল ইসলাম, সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, অর্থ সচিব আবেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক পিরোজপুরের কথা‘র প্রকাশক ও সম্পাদক মো. জহিরুল হক টিটু, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, আর টিভি প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, সাংবাদিক শাহা নেওয়াজ সুমন, এস এম নুরুদ্দিন, মেহেদী হাসান সোহাগ, বিডি নিউজ ২৪ জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ইনডেপেনডেন্ট টিভি তামিম সরদার, গাজী নাসির উদ্দিন সেলিম, নিয়াজ মোর্শেদসহ উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় সংবাদিক সংস্থার জেলা শাখার সদস্য সচিব মো: মনিরুল ইসলাম চৌধুরীর অনুষ্ঠানের সঞ্চালনা করেণ।
বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রবীণ এবং গুণী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেনর বর্ণাঢ্য কর্মময় জীবন ও মহৎ কর্মগুলো নিয়ে আলোচনা করেন।
সে সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয় ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝