সংবাদ শিরোনাম: |
মার্চ ২০২৫ সালের সামগ্রিক পারফর্মেন্স বিবেচনায় বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার।
১৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২.০০ টায় বরগুনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। বরগুনা জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল ওসি মোঃ হারুন অর রশিদ হাওলাদারকে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন।
ওসি হারুন অর রশিদ হাওলাদার তাঁর দায়িত্বকালীন সময়ে (২য় পৃষ্ঠায় দেখুন)
বামনা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম ও জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।
পুরস্কার গ্রহণের পর ওসি হারুন বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি বামনাবাসীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাবো
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং ওসি হারুনুর রশিদের এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন।