×
শনিবার ● ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনায় একধিক ফেক আইডির ফেসবুক পোষ্টে বিভ্রান্তিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলীয় উচ্চমহল,নেয়া হয়েছে আইনী ব্যবস্থা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই পাথঘাটায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর তৈরি সাঁকো পরিদর্শনে কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটায় ঈদ উপলক্ষে যৌথবাহিনীর চেকপোস্ট- ৫টি মোটরসাইকেলে জরিমানা, ১টি জব্দ লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসায় নতুন কমিটি: সভাপতি নাসির উদ্দিন নিলু গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় বিজ্ঞাপনে কলুষিত সাংবাদিকতা: গণমাধ্যমের সুরক্ষা সাংবাদিক জালাল উদ্দিন জুয়েলের বাবা আব্দুর রশিদ আর নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আমতলীতে এনএসএস ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা বিষয়ক মতবিনময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : মঙ্গলবার, ২২ এপ্রিল , ২০২৫, ০৪:৫৮:০০ পিএম
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
default.png


আমতলীতে মঙ্গলবার সকালে পুলিশ সদস্যদের সাথে থানা কমপ্লেক্সের হল রুমে নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স সক্রিয় ও সুরক্ষা বিষয়ক এক মতবিননিময় সভা অনুষ্ঠিত হয়। এনএসএস ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিস এ সভার আয়োজন করে। পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ সভায় অংশগ্রহন করেন।
মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর রেজোয়ান সিদ্দিকী, শিক্ষক ঝুমা রানী,সাংবাদিক নাসরিন শিপু, মানবাধিকার কর্মী মো. আবু জিয়াদ, ভিডিসি সভাপতি আশুতোষ শীল, সবুজবাগ ভিডিসি সম্পাদক মো. মিজানুর রহমান, এনএসএসএর প্রকল্প ম্যানেজার মৃদুল সরকার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল, কমিউনিটি ডেভেলপমেট অফিসার রাধা রানী, মিতু রানী, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এনএসএস ওয়ার্ল্ড ভিশনের কাজের প্রশংসা করে বলেন, তারা শিশুদের নিরাপত্তা এবং সামাজিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অনেক ভালো কাজ করছেন। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমতলী উপজেলায় যে কোন শিশুদের নিরাপত্তায় আমরা অঙ্গীকারাবদ্ধ। আমতলী থানায় একটি শিশু উপযোগী শিশু হেল্প ডেক্স চালু রয়েছে। এটিকে আমরা আরো উন্নত করবো। এবং সকল শিশুর নিরাপত্তার জন্য থানার সকল সদস্য বৃন্দ আন্তরিক ভাবে কাজ করবে বলে তিনি ঘোষনা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝