×
শনিবার ● ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনায় একধিক ফেক আইডির ফেসবুক পোষ্টে বিভ্রান্তিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলীয় উচ্চমহল,নেয়া হয়েছে আইনী ব্যবস্থা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই পাথঘাটায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর তৈরি সাঁকো পরিদর্শনে কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটায় ঈদ উপলক্ষে যৌথবাহিনীর চেকপোস্ট- ৫টি মোটরসাইকেলে জরিমানা, ১টি জব্দ লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসায় নতুন কমিটি: সভাপতি নাসির উদ্দিন নিলু গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় বিজ্ঞাপনে কলুষিত সাংবাদিকতা: গণমাধ্যমের সুরক্ষা সাংবাদিক জালাল উদ্দিন জুয়েলের বাবা আব্দুর রশিদ আর নেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বামনার আগামী ইউপি নির্বাচনের বুকাবুনিয়া ৩নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী যারা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ১১:০৫:০০ এএম
নিজস্ব প্রতিবেদকঃ:
GK_2025-04-24_6809c7195c4e1.png

বরগুনা জেলার বামনা উপজেলাধীন ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে (লক্ষ্মীপুরা) আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে সাধারণ মানুষের আলোচনায় আছেন ৪ জন। এর মধ্যে বর্তমান ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম সাবেক ছাত্রদল নেতা ও বুকাবুনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক, তিনি বিগত ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য পদে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম ফেরদৌস কে প্রায় ৫০০ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি মেম্বার নির্বাচিত হন। রফিকুল ইসলাম ফেরদৌসের প্রাপ্ত ভোট ৩৪৫, শোনা যাচ্ছে তিনিও আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দী হিসাবে অংশ নিতে পারেন। এদিকে সাবেক মেম্বার মোঃ কামরুজ্জামান ইদ্রীস ও আগামী নির্বাচনে অংশ নিবেন বলে শোনা যাচ্ছে, যদিও তিনি বিগত নির্বাচনে ২০৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। তবে নির্বাচনে কামরুজ্জামান ইদ্রীস ব্যাপক ব্যবধানে হারলেও তিনি মাঠ ছাড়েননি, তিনি জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।
অপর দিকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন চমক হিসাবে আবির্ভূত হতে পারেন সাবেক শিবির নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন আবুল কালাম আজাদ। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতি ও সমাজ সেবা মূলক কাজে জড়িত। তিনি এলাকার বিভিন্ন বিরোধ মীমাংসা, রাস্তাঘাট মেরামত, মাদ্রাসা মসজিদের উন্নয়ন, বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাধারণ মানুষের অনেকের ধারণা তিনি নির্বাচন করলে বিপুল ভোটের ব্যবধানে তিনি মেম্বার নির্বাচিত হবেন। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন করবেন কিনা তা নিয়ে জনমনে শংসয় রয়েছে। এ ব্যাপারে আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে দৈনিক সাগরকূলের প্রতিবেদক কে তিনি বলেন অনেকেই আমাকে নির্বাচন করার জন্য উৎসাহ দিচ্ছেন তবে এখনই বলা যাচ্ছেনা, দেখা যাক এখনও অনেক সময় আছে। জনগণের প্রয়োজনে যদি নির্বাচনের সিদ্ধান্ত নেই তাহলে পরবর্তীতে জানতে পারবেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝