সংবাদ শিরোনাম: |
জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) এর নাটোর জেলা কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলার শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ নির্বাচন ছিল উৎসবমুখর, প্রাণবন্ত এবং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত। আগামী ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সংগঠনের ১১টি গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সকাল ৯টা থেকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম। এনসিটিএফ-এর সাধারণ সদস্যগণ প্রত্যক্ষ ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। ভোট গ্রহণ শেষে গণনার ভিত্তিতে প্রতিটি পদে সর্বাধিক ভোট প্রাপ্ত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনের রিটার্নিং অফিসার সুষ্ময় দাস নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী উভয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সদস্যগণ শপথ শেষে স্বাক্ষরিত শপথপত্র বিদায়ী সভাপতির নিকট হস্তান্তর করেন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
নির্বাচনে বিজয়ী যারা হলেন, তাদের মধ্যে রয়েছেন: িসভাপতি পদে মোছাঃ সানজিলা রহমান তটিনী, সহ-সভাপতি তাপস ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ তোফা আক্তার বৈশাখি, সাংগঠনিক সম্পাদক মোছাঃ জিমি, শিশু সাংবাদিক পদে মোছাঃ নুসরাত জাহান কাকন ও জহুরুল হক, শিশু গবেষক পদে মোছাঃ রাফিকা আক্তার ও মোঃ রিদওয়ান ইসলাম, শিশু সংসদ সদস্য পদে মোছাঃ রাফিকা আক্তার ও মোঃ আবিদ বিন জুনাইদ। নবনির্বাচিত সভাপতি মোছাঃ সানজিলা রহমান তটিনী বলেন,
“আমি কৃতজ্ঞ সকল সদস্যদের প্রতি যাঁরা আমাকে এই গুরুদায়িত্বের জন্য যোগ্য মনে করেছেন। আমরা সবাই মিলে নাটোর জেলার শিশুদের উন্নয়ন, তাদের অধিকার আদায় ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাবো।” নির্বাচন শেষে বিদায়ী সভাপতি মোছাঃ মুহছানীন ইসলাম মোহনা আনুষ্ঠানিকভাবে রেজুলেশন খাতা হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেন। তিনি বলেন,
“গত দুই বছরে আমরা যেসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছি, আশা করি নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতা বজায় রাখবে এবং আরও উন্নয়নমুখী উদ্যোগ নেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২০২৩-২০২৪ মেয়াদের এনসিটিএফ-এর সকল সদস্য, সাধারণ সদস্য, এবং জেলা ভলান্টিয়ার বর্ষা খাতুন ও শিশির কুমার দাসসহ অনেকেই। বিদায়ী কমিটির জন্য অতিথিবৃন্দ শুভকামনা জানান এবং নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।
নির্বাচন ঘিরে শিশুদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ ও আগ্রহ। প্রার্থীরা তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে প্রচার-প্রচারণা চালান। এমন গণতান্ত্রিক প্রক্রিয়া শিশুদের নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অভিমত দেন উপস্থিত অভিভাবক ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা।
নাটোর জেলা এনসিটিএফ-এর এ নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিশুদের নেতৃত্বের প্রশিক্ষণ, মত প্রকাশের স্বাধীনতা এবং দায়িত্ব পালনের প্রাথমিক পাঠ হিসেবে বিবেচিত হচ্ছে। শিশুদের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এনসিটিএফ এমন একটি জাতীয় প্ল্যাটফর্ম যেখানে শিশুরা নিজেদের অধিকার, দায়িত্ব ও সমাজসেবার মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হয়। এই ধরনের নির্বাচন আয়োজন করে সংগঠনটি শিশুদের মধ্যে দায়িত্ববোধ, সহনশীলতা ও অংশগ্রহণমূলক আচরণ গড়ে তুলতে সাহায্য করে।
শেষ মুহূর্তে গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর নাটোর জেলার শিশু ও কিশোরদের নিয়ে নানা ইতিবাচক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছে।