সংবাদ শিরোনাম: |
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের মোঃ ওমর বেল্লাল হোসাইন(২৫)কে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল আরবী বিশ্ববিদ্যালয় থেকে অপহরণের প্রতিবাদে বেল্লালকে জীবিত ফেরত পাওয়ার জন্য উপজেলা ডৌয়াতলা বাজারে সোমবার সকাল ১০টায় এলাকাবাসী মানববন্ধন করছেন।
মানববন্ধন চলাকালীণ সমাবেশে বক্তব্য রাখেন বামনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন তালুকদার, বেল্লাল হোসাইনের বাবা আমির হোসেন খন্দকার, ভাই সুমন খন্দকার প্রমূখ।
বেল্লাল হোসেনের বাবা আমির হোসেন খন্দকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেনি। অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছেলে ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কারও সাথে কোনো ঝামেলায় জড়াতো না। আজ ৯ মাস হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। আমি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার সন্তানের সুস্থ, স্বাভাবিক এবং জীবিত ফেরতের দাবি জানাই।”