×
শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৪ মাঘ ১৪৩১
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বাগানে সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার রাজাপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত পাথরঘাটায় লন্ডন প্রবাসী নেতার ভার্চূয়াল সভা,চাঁদা বাজি ও দখল বাজির প্রতি হুসিয়ারী দুইদিনব্যাপী রাজাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার বিক্রি ও মজুদ সংক্রান্ত কার্যক্রম মনিটারিং রাজাপুরে অবৈধ ইটভাটায় অভিযান ইট ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা ঢাকাস্থ বরগুনা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠি সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ঝালকাঠিতে ডিসেম্বরে ৪৩টি মামলায় আটক ২৭ অবসরে যাওয়ার আগমুহূর্তে শিক্ষক প্রশিক্ষণ

আমাদের পথচলা

সত্য, বস্তুনিষ্ঠ ও নির্যাতিত পীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে বরগুনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘ ১১তম বছরে সুনামের সাথে মিশে আছে দৈনিক সাগরকূল। পত্রিকাটির কর্ণধার মোঃ নেছার উদ্দিন ২০১৩ সালে ৮ অক্টোবর নিজের চেষ্টা ও নিষ্ঠা দিয়ে বরগুনা’র সংবাদপত্রের তালিকায় নতুন এ সংবাদপত্রের নাম যোগ করেন ।এইদিন দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
একঝাঁক উদ্যোমী তরুণ সাংবাদিকের নিরলস পরিশ্রমে অতি অল্প সময়ের মধ্যে দৈনিক সাগরকূল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ব্যতিক্রমী সংবাদ পরিবেশনের কারণে পাঠকদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয় দৈনিক সাগরকূল। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়,সামাজিক ও সেবামূলক কাজ করেও দৈনিক সাগরকূল এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
দৈনিক সাগরকূল এর মহতি উদ্যোগ পাঠক ও সুধীমহলে ব্যাপক সুনাম অর্জন করে। দৈনিক সাগরকূল প্রতিদিনই ব্যতিক্রমী পরিবেশনা নিয়ে পাঠকের সামনে হাজির হচ্ছে। তথ্য প্রযুক্তিতেও এগিয়ে গেছে দৈনিক সাগরকূল । পত্রিকার পরিচিত বিশ্বব্যাপী ছড়িয়ে উদ্যোগী হয় দৈনিক সাগরকূল কর্তৃপক্ষ। ২০১৫ সালের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দৈনিক সাগরকূল এর অন-লাইন প্রকাশনা

www.sagorkul.com । ব্যতিক্রমধর্মী উপস্থাপনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে দৈনিক সাগরকূল পৌছে গেছে বিশ্বব্যাপী। ২০২৪ সালের ৮ অক্টোবর দৈনিক সাগরকূল পথচলার এক যুগে পদার্পন করবে। দৈনিক সাগরকূল আরো অনেকদুর এগিয়ে যেতে চাই। যুগযুগ ধরে বেচেঁ থাকতে চাই। তারই ধারবাহিকতায় মোঃ নেছার উদ্দিন এর নেতৃত্বে এক ঝাঁক সৎ ও পরিশ্রমী উদ্যোমী সংবাদ কর্মীদের প্রচেষ্টায় এগিয়ে চলছে দৈনিক সাগরকূল ।

দৈনিক সাগরকূল ডিজিটাল হয়েছে ২০১৫ সালে। যা বরগুনার সংবাদপত্রে ইতিহাসে প্রথম। দৈনিক সাগরকূল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংবাদপত্র জগতে সব সময় প্রথম স্থান দখল করছে ব্যতিক্রমী আয়োজন যুক্ত করে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগে প্রথমবারের মতো দৈনিক সাগরকূল ই-পেপার সংযোজন করেছে। পত্রিকাজগতে প্রযুক্তির শেষ ধাপটি গ্রহণ করেছে দৈনিক সাগরকূল ।

দৈনিক সাগরকূল এর মূল প্রকাশনা www.sagorkul.com ভিজিট করলে দেখা যাবে বিশ্বের যেকোন প্রান্ত থেকে। এখানেই থেমে নেই দৈনিক সাগরকূল এর প্রচেষ্টা। বরগুনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশ ও বিদেশে ঘটে যাওয়া ঘটনার তাৎক্ষণিক প্রকাশ করার জন্যে www.sagorkul.com সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরী করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল।

মোবাইলেও দৈনিক সাগরকূল এর অনলাইন নিউজ পোর্টালের সর্বশেষ খবর পড়া যাবে । এক্ষেত্রে মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। আলাদা কোন ইমেজ বা সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। দৈনিক সাগরকূল পথ চলার সাথী হয়ে অনুপ্রেরণা দিতে সবার প্রতি রইল কৃতজ্ঞতা।

🔝