×
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা “বরগুনায় আবারো ডেঙ্গুর ভয়াবহতা” ১২ ঘন্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু বরিশালে আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ “বরিশালের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন”-জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের কাউনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘অরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল এলাকাবাসীর অভিনন্দন ও উচ্ছ্বাস, বামনার কৃতী সন্তান মুনিম ডাকসু সদস্য নির্বাচিত মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৯৯ জন
প্রকাশ : শুক্রবার, ১১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৬:০০ এএম
সাগরকুল ডেস্ক::
GK_2024-10-11_6708a4ff100f8.jpg

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৯৯ জন। এ ছাড়া গত এক দিনে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে আরো ৫৮৩ জন ডেঙ্গু রোগী। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য মতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বসবাস করতেন তাঁরা। মৃতদের মধ্যে দুজনের বয়স ২৬ থেকে ৩০ বছর, অন্যজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।

অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ হাজার ৪০৫ জন।

এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৭১১ জন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগীয় ও সিটি করপোরেশনগুলোতে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে এগিয়ে ঢাকা। আবার ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি দক্ষিণ সিটি করপোরেশনে। চলতি বছর এই সিটি করপোরেশনের আট হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

অন্যদিকে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে কম গাজীপুর সিটি করপোরেশনে। সেখানে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিনজন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩.৩ শতাংশ পুরুষ এবং ৩৬.৭ শতাংশ নারী। মৃত্যুর হার পুরুষ ৫০.৩ শতাংশ এবং নারী ৪৯.৭ শতাংশ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝