সংবাদ শিরোনাম: |
বেকু দিয়ে পাথর সরানোর সময় দূর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসী শকিকুল ইসলাম লিটন মৃধা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পারিবারিক সূত্র এই তথ্য জানিয়েছে।
শনিবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ১২ টায় সেখানে কর্মরত মালয়েশিয়ার জরুরবারু প্রদেশের কুলাং নামক স্থানে বেকু দিয়ে পাথর সরানোর সময় অসাবধানতাবশত বেকু উল্টে নিচে চাপা পরে দূর্ঘটনায় পতিত হন। শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন ও থুবরো হয়ে যায়। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
জানা গেছে,তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর করুনা গ্রামে। সে ঐ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম শহীদের ছেলে। লিটনের মৃত’্যতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঐ শ্রমিককের লাশ সেখান থেকে উদ্ধার করে দেশে আনার প্রক্রিয়া চলছে এমনটাই জানান মোকামিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন।
শোকাহত বাবা শহীদুল ইসলাম শহীদ জানান, ১৭ বছর বয়সে ২০১৪ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। দীর্ঘ ১১ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করে ড্রাইভার হিসেবে শ্রমিকের কাজ করে আসছিলো। প্রায় এক যুগ পর এবারে সে বাড়ি ফেরার কাথা ছিলো। দেশে ফিরে একই সাথে বিয়ে করে সংসার পাতার ইচ্ছা পোষণ করে ছিলেন কিন্ত তার আগেই র্দীদিন পর জন্মভ’মিতে লাশ হয়ে ফিরছেন।