×
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা “বরগুনায় আবারো ডেঙ্গুর ভয়াবহতা” ১২ ঘন্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু বরিশালে আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ “বরিশালের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন”-জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের কাউনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘অরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল এলাকাবাসীর অভিনন্দন ও উচ্ছ্বাস, বামনার কৃতী সন্তান মুনিম ডাকসু সদস্য নির্বাচিত মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জাতীয় সাংবাদিক সংস্থা‘র প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা
প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর , ২০২৪, ০৮:২৭:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল , ২০২৫, ০৩:১১:৫৩ পিএম
বিশেষ প্রতিনিধি::
GK_2024-11-23_6741eb5fb3a73.jpg

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন এর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর সাংবাদিক সংস্থার আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা শাখার আয়োজনে সিআই পাড়া সড়কে (সদর সার্কেল অফিস সংলগ্ন) জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার আহবায়ক হাসান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খায়রুল ইসলাম, সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, অর্থ সচিব আবেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক পিরোজপুরের কথা‘র প্রকাশক ও সম্পাদক মো. জহিরুল হক টিটু, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও এডিশনাল পিপি ওয়াহিদ হাসান বাবু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, আর টিভি প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, সাংবাদিক শাহা নেওয়াজ সুমন, এস এম নুরুদ্দিন, মেহেদী হাসান সোহাগ, বিডি নিউজ ২৪ জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ইনডেপেনডেন্ট টিভি তামিম সরদার, গাজী নাসির উদ্দিন সেলিম, নিয়াজ মোর্শেদসহ উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় সংবাদিক সংস্থার জেলা শাখার সদস্য সচিব মো: মনিরুল ইসলাম চৌধুরীর অনুষ্ঠানের সঞ্চালনা করেণ।
বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রবীণ এবং গুণী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেনর বর্ণাঢ্য কর্মময় জীবন ও মহৎ কর্মগুলো নিয়ে আলোচনা করেন।
সে সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয় ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝