×
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা “বরগুনায় আবারো ডেঙ্গুর ভয়াবহতা” ১২ ঘন্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু বরিশালে আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ “বরিশালের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন”-জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের কাউনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘অরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল এলাকাবাসীর অভিনন্দন ও উচ্ছ্বাস, বামনার কৃতী সন্তান মুনিম ডাকসু সদস্য নির্বাচিত মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বিহঙ্গ দ্বীপসহ উপকূল সুরক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ : শনিবার, ১৮ জানুয়ারি , ২০২৫, ০৭:০২:০০ পিএম
মির্জা শহিদুল ইসলাম খালেদ,বিশেষ প্রতিনিধি:
GK_2025-01-18_678ba69c737ee.jpg

বন বিভাগকে জবাবদিহি ও আধুনিকায়নসহ জনবল বৃদ্ধি, বন ধ্বংসকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি না করা, বিহঙ্গ দ্বীপসহ উপকূল সুরক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।.

আজ শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে বিহঙ্গ দ্বীপে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটির সদস্য টাইগার জাকির হোসেন, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আল আমিন, বাদল সরদারসহ স্থানীয় সাংবাদিক।

এ সময় বক্তারা বলেন, বিহঙ্গ দ্বীপে ধানসী(ধানের মত শষ্য দানাযুক্ত) গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে কিছু বনদস্যু প্রতিনিয়ত কেটে বন উজাড় করছে, এছাড়াও পাথরঘাটার সবুজ বেষ্টনী ম্যানগোভ বনের গাছ কেটেও উজাড় করছে। বন বিভাগ মামলা দিলেও প্রকৃত অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থাকে আর নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হয়।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, বন হচ্ছে আমাদের উপকূলের রক্ষাকবচ। বনের কারনে আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা হয়। কিন্তু অসাধু ব্যক্তিরা বন উজাড়ে মেতে উঠে। ফলে উপকূল যেমন হুমকির মুখে তেমনি জীববৈচিত্র হুমকির মুখে।

তিনি আরও বলেন, যত বড় বন সে হিসেবে বনবিভাগের জনবল নেই। বনবিভাগের আধুনিকায়ন সহ জনবল নিয়োগ এখন সময়ের দাবি।

এদিকে পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রতিনিধিকে টেলিফোনে জানান, উপজেলার সদর বিট ও ৪টি ক্যাম্পে লোকবল দরকার ৬০ জন আছে মাত্র ২০ জন। লোকবলের জন্য লেখা লেখি চলছে কিন্তু কস্ট করে কাজ করতে হচ্ছে। ##

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝