×
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা “বরগুনায় আবারো ডেঙ্গুর ভয়াবহতা” ১২ ঘন্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু বরিশালে আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ “বরিশালের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন”-জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের কাউনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘অরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল এলাকাবাসীর অভিনন্দন ও উচ্ছ্বাস, বামনার কৃতী সন্তান মুনিম ডাকসু সদস্য নির্বাচিত মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মোংলায় বিশ্ব ধরিত্রী দিবসে বক্তারা পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে
প্রকাশ : মঙ্গলবার, ২২ এপ্রিল , ২০২৫, ০৩:৫৪:০০ পিএম
মোংলা থেকে মোঃ নূর আলমঃ:
GK_2025-04-22_68076a49b3ea8.jpg

পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মান করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। আমাদের পরিবেশ আমাদের অধিকার, এটি রক্ষা করার দায়িত্ব সবার। সুন্দর পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি। ২২ এপ্রিল মঙ্গলবার সকালে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ্ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন। ”আমাদের শক্তি, আমাদের পৃথিবী” শ্লোগানে এবছর বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেত্রী কমলা সরকার। মানববন্ধনে বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মোঃ ডলার মোল্লা, মেহেদী হাসান, ’ধরা’ নেত্রী রত্না শেখ, তন্বী মন্ডল প্রমূখ। মানববন্ধনের সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার বলেন আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। আমাদের নদ-নদী প্লাস্টিক-পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে সহাবস্থান করতে হবে। বক্তারা শক্তির উৎস সবুজে থাকার আহ্বান জানান। সভাপতির বক্তৃতায় ’ধরা’ নেত্রী কমলা সরকার বলেন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। তাই জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। ধরিত্রী রক্ষায় এবং জ্বালানি সুশাসন প্রতিষ্ঠায় সবুজ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি। মানববন্ধনে কৃষক-জেলে-নারী-ইয়ুথসহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝