×
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা “বরগুনায় আবারো ডেঙ্গুর ভয়াবহতা” ১২ ঘন্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু বরিশালে আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ “বরিশালের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন”-জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের কাউনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘অরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল এলাকাবাসীর অভিনন্দন ও উচ্ছ্বাস, বামনার কৃতী সন্তান মুনিম ডাকসু সদস্য নির্বাচিত মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেতাগীতে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার  সার ও বীজ বিতরণ
প্রকাশ : শুক্রবার, ২৫ এপ্রিল , ২০২৫, ১১:৫৩:০০ এএম
বেতাগী প্রতিনিধি:
GK_2025-04-25_680b23fe4a9cb.jpg
 
 
  
 
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যে বেতাগী উপজেলায় অনুষ্ঠিত হলো কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচি'র আওতায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১/২০২৫-২৬ রোপা আউশ মৌসুম উপলক্ষে মোট পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানজিলা আহমেদ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো. বশির গাজী, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজামাল এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মো. ইকবাল মিয়া।
 
অনুষ্ঠানে আমন্ত্রিত কৃষকরাও সন্তোষ প্রকাশ করেন। প্রনোদনা পেয়ে কৃষকরা বলেন, সরকারি এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন দিন চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েছিলেন, তবে এই বীজ ও সার পেয়ে তারা আবারও নতুন আশায় চাষাবাদ শুরু করতে পারবেন।
 
এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষিখাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।
 
কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন, “এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের হাতে সরাসরি মানসম্পন্ন বীজ ও সার পৌঁছে দেওয়া হচ্ছে, যা খরিপ মৌসুমে তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে।” তিনি কৃষকদের এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
 
সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, 'এই ধরনের সহযোগিতা কৃষকদের মাঝে চাষাবাদের প্রতি উৎসাহ বাড়বে এবং নতুন উদ্যমে তারা মাঠে নামতে প্রস্তুত হবে।'
 
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও  মোঃ বশির গাজী বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিকে আরও উৎপাদনমুখী এবং টেকসই করা। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।'
 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝