×
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা “বরগুনায় আবারো ডেঙ্গুর ভয়াবহতা” ১২ ঘন্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু বরিশালে আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ “বরিশালের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন”-জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের কাউনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘অরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল এলাকাবাসীর অভিনন্দন ও উচ্ছ্বাস, বামনার কৃতী সন্তান মুনিম ডাকসু সদস্য নির্বাচিত মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কলাপাড়ার সাবেক ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব এমপিসহ ৯ আওয়ামীলীগ নেতাকর্মীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ
প্রকাশ : শনিবার, ১৭ মে , ২০২৫, ১০:১৫:০০ এএম
রাসেল কবির মুরাদ নিজস্ব প্রতিবেদক::
GK_2025-05-17_68280e0b7ed38.jpg
 
পটুয়াখালী কলাপাড়া থানায় দায়ের করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিবসহ ৯ আওয়ামীলীগের নেতাকর্মীকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। এ আদেশের অনুলিপি ও সদয় অবগতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট,পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ কে আদেশের কপি দেয়া হয়েছে।
 
শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. মজিবুর রহমান টোটন জানান, আগামী ১৯ জুন তারিখ তদন্ত রিপোর্ট প্রাপ্তির জন্য দিন ধার্য আছে। অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পুরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার কলাপাড়া খানার স্মারক নম্বর ১৫৭১, তারিখ ১২/০৫/২০২৫ খ্রিস্টাব্দ মূলে আদালতে হাজির হয়ে মামলার এজাহারনামীয় এসব আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দানের প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনসহ মামলার নথি পর্যালোচনা করে আদালত অত্র মামলার পলাতক আসামি সাবেক দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানসহ অনান্য আসামীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার অঅদেশ প্রদান করেন। অত্র মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র আদেশ বলবৎ থাকবে বলে এ আদেশে উল্লেখ করা হয়েছে।
 
উল্লেখ্য, পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় কলাপাড়ায় ১৮ আগস্ট ২০২৪ সালে মামলাটি দায়ের করা হয়। মামলার অনান্য আসামীরা হচ্ছেন কলাপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালে তালুকদার,  কলাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার,কলাপাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, মো. শাহ আলম ও মো. কাওসার পারভেজ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝