×
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: রাজাপুরে কর্নেল মোস্তাফিজুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ। বরগুনায় সম্প্রীতি সমাবেশ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নানা প্রস্তাবনা “বরগুনায় আবারো ডেঙ্গুর ভয়াবহতা” ১২ ঘন্টায় পাথরঘাটায় ৪ জনের মৃত্যু বরিশালে আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ “বরিশালের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন”-জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের কাউনিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘অরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল এলাকাবাসীর অভিনন্দন ও উচ্ছ্বাস, বামনার কৃতী সন্তান মুনিম ডাকসু সদস্য নির্বাচিত মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
লাপাড়ায় চম্পাপুর ইউনিয়নে হারুন মৃধার জমিতে রাস্তা নির্মানে বাঁধা দেয়ায় পিটিয়ে গুরুতর জখম
প্রকাশ : শনিবার, ১৭ মে , ২০২৫, ১০:৩০:০০ এএম
রাসেল কবির মুরাদ. নিজস্ব সংবাদদাতা:
default.png

পটুয়াখালীর কলাপাড়ায় দখলীয় জমিতে রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় হারুন মৃধা (৬০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা৷ শুক্রবার দুপুরে চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক আহত ব্যক্তিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় হারুন নিজে বাদী হয়ে ৬ জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত হারুন গোলবুনিয়া গ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে।

সরেজমিনে গেলে হাসপাতালের বিছানায় আহত হারুন জানায়, তিনি পেশায় একজন মুদিমনোহরী ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে একই এলাকার জলিল হাওলাদার, মিরাজ, শিমুল হাওলাদার, ইমন হাওলাদার, রবিউল ও কামাল হাওলাদার তার নিজ ভোগ দখলীয় জমি দখল করে রাস্তা নির্মান করার পায়তারা চালায়। শুক্রবার সকালে অভিযুক্তরা তার জমিতে রাস্তা নির্মানের লক্ষ্যে মাটি কাটার কাজ শুরু করলে তিনি মাটি কাটার কাজে বাঁধা প্রদান করেন। দুপুরের দিকে হারুন কোরবানীর গরু কেনার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। এসময় সে ওই গ্রামের খালেক শিকদার বাড়ির দক্ষিন পাশের কাঁচা রাস্তার উপর পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা পথ রোধ করে গালিগালাজ শুরু করে। পরে সে প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় লাঠি-সোঠা ও লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। মারধরের সময় অভিযুক্তরা তার সঙ্গে ছোট ব্যাগের মধ্যে থাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্র হণ করা হবে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝