×
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: বামনার খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল জলিল আকন্দ বামনায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রাঙ্গাবালীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ পাথরঘাটায় ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পাথরঘাটায় নৌবাহিনীর বিনা মূল্যের চিকিৎসাসেবা তিন শতাধিক মানুষ পেল ওষুধ ও চিকিৎসা কলাপাড়ার সুন্নাহ... প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড নিলো “ইউএনও বরাবর অভিযোগ” আগৈলঝাড়ায় হতদরিদ্রদের নামে ঋণ তুলে বিএনপি নেতার আত্মসাৎ বরগুনা-২ আসনে রাজনৈতিক সমীকরণ:গেমচেঞ্জার কি হবেন ইসলামপন্থীরা? পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা বাউফল ছাত্রদলের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ সম্পন্ন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আমতলীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : সোমবার, ১৯ মে , ২০২৫, ১০:১০:০০ পিএম
জাকির হোসেন, আমতলী (বরগুনা) প্রতিনিধি::
GK_2025-05-19_682b58b45b701.jpg

আমতলী উপজেলার তিন ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক তরুন সমাবেশ অনুষ্ঠিত হয়। এডুকোর সহায়তায় এনএসএস ইয়েস ফর ইকো প্রকল্পের আওতায় এ কর্মসূচীর আয়োজন করে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে তারুন্যের সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী সরকারী কলেজের (অব:) সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, মো. আবুল বিশ^াস, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, ইয়েস ফর ইকো প্রকল্পের প্রকল্প ম্যানেজার হাসানুল বাননা, মো. তুষার আহম্মেদ মিঠু, মো. ইমরান ও কাজল বেগম প্রমুখ। সভায় পরিবেশ বান্ধন গ্রাম গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় করনীয় বিষয়ের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মনোজ্ঞ এক নাটক মঞ্চায়ন করা হয়। সভায় আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও গুুলিশাখালী উনিয়নের তরুনরা অংশগ্রহন করে।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, বৈশি^ক উষ্ণতার ফলে প্রতিদিন বাড়ছে জলবায়ুর ঝুঁকি। আমাদেও ঝুঁকি মোকাবেলা করতে হলে পলিথিন, প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব গ্রাম গঠন করতে হবে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝