বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন ২০ জুন, (শুক্রবার) রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে সফলভাবে সম্পন্ন হয়েছে। সারাদেশের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই কাউন্সিল অধিবেশনে মহান মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ সকল গুণীজনকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই শুরু হয় মূল সাংগঠনিক কার্যক্রম।দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট বাতিল হয়। গণনা শেষে সাধারণ সম্পাদক পদে অমিত রঞ্জন দে'র বিজয়ী হওয়ার ঘোষণা আসে। পাশাপাশি, সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান এবং প্রদীপ ঘোষ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর ১০ জন সদস্য এবং কেন্দ্রীয় সংসদের ৫২ জন সদস্যসহ মোট ৮৭ জন এদিন নির্বাচিত হন, যা ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের একটি অংশ। অবশিষ্ট চারজন সদস্যকে পরবর্তীতে কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজিত হলেও, সম্মেলনের সমাপনী দিনে একটি অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের অপচেষ্টা চালানো হয়েছিল। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে একটি পাল্টা কমিটিও গঠিত হয়। তবে, গতকালের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে সারাদেশের প্রতিনিধিরা পূর্বের সেই উভয় কমিটিকেই অবৈধ ও অগণতান্ত্রিক বলে ঘোষণা করেন। ফলে, ২০ জুনের এই প্রতিনিধি-নির্বাচিত কমিটিই বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের একমাত্র বৈধ কমিটি হিসেবে ঘোষিত হয়েছে।কাউন্সিলের শেষ অংশে, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে, উদীচীর সকল শিল্পী-কর্মী ঐক্যবদ্ধভাবে সংগঠনের আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।