×
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত বামনায় রুহিতার চর রক্ষার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান জুলাই পূর্নজাগরন ২০২৫ : নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা বামনায় অসহায় মানুষের মুখে হাসি বামনায় সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা জুলাই শহিদ স্মরণে বরিশাল পিআইডি’র দোয়া মাহফিল বেতাগীতে জুলাই পুর্নজাগরণে সমাজগঠনে ৩০০ জনের শপথ পাঠ কাউখালীতে জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ রাজাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বরগুনায় শপথ গ্রহণ নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থান নিতে হবে: জেলা প্রশাসক
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন :বদিউর সভাপতি অমিত সাধারণ সম্পাদক
প্রকাশ : সোমবার, ২৩ জুন , ২০২৫, ১০:৫০:০০ পিএম
শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন,নিজস্ব সংবাদদাতা:
GK_2025-06-23_68598a6f3502b.jpg
    • বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন ২০ জুন, (শুক্রবার) রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে সফলভাবে সম্পন্ন হয়েছে। সারাদেশের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই কাউন্সিল অধিবেশনে মহান মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ সকল গুণীজনকে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই শুরু হয় মূল সাংগঠনিক কার্যক্রম।দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট বাতিল হয়। গণনা শেষে সাধারণ সম্পাদক পদে অমিত রঞ্জন দে'র বিজয়ী হওয়ার ঘোষণা আসে। পাশাপাশি, সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান এবং প্রদীপ ঘোষ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর ১০ জন সদস্য এবং কেন্দ্রীয় সংসদের ৫২ জন সদস্যসহ মোট ৮৭ জন এদিন নির্বাচিত হন, যা ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের একটি অংশ। অবশিষ্ট চারজন সদস্যকে পরবর্তীতে কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজিত হলেও, সম্মেলনের সমাপনী দিনে একটি অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের অপচেষ্টা চালানো হয়েছিল। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে একটি পাল্টা কমিটিও গঠিত হয়। তবে, গতকালের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে সারাদেশের প্রতিনিধিরা পূর্বের সেই উভয় কমিটিকেই অবৈধ ও অগণতান্ত্রিক বলে ঘোষণা করেন। ফলে, ২০ জুনের এই প্রতিনিধি-নির্বাচিত কমিটিই বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের একমাত্র বৈধ কমিটি হিসেবে ঘোষিত হয়েছে।কাউন্সিলের শেষ অংশে, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে, উদীচীর সকল শিল্পী-কর্মী ঐক্যবদ্ধভাবে সংগঠনের আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝