×
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত বামনায় রুহিতার চর রক্ষার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান জুলাই পূর্নজাগরন ২০২৫ : নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা বামনায় অসহায় মানুষের মুখে হাসি বামনায় সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা জুলাই শহিদ স্মরণে বরিশাল পিআইডি’র দোয়া মাহফিল বেতাগীতে জুলাই পুর্নজাগরণে সমাজগঠনে ৩০০ জনের শপথ পাঠ কাউখালীতে জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ রাজাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বরগুনায় শপথ গ্রহণ নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থান নিতে হবে: জেলা প্রশাসক
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
তালতলীতে চাঞ্চল্যকর... আমির খাঁ হত্যা মামলার ৯ মাস পর এক আসামি গ্রেফতার
প্রকাশ : সোমবার, ২৩ জুন , ২০২৫, ১১:২৪:০০ পিএম
মুঃ আঃ মোতালিব,তালতলী (বরগুনা) প্রতিনিধি ::
default.png

বরগুনার তালতলী উপজেলার কাজীর খাল গ্রামের চাঞ্চল্যকর আমির হোসেন খাঁ হত্যা মামলার দীর্ঘ নয় মাস অতিবাহিত হওয়ার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় তার নিজ এলাকা কাজীরখাল গ্রামের চৌরাস্তা থেকে ওসমান মৃধা (৪০) নামে ওই আসামিকে আটক করা হয়। শনিবার (২১ জুন) তাকে আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ওই মামলার অন্যান্য আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। মামলার বিবরণ ও বাদী পক্ষের অভিযোগে জানা যায়, কাজীরখাল গ্রামের মো. আমির হোসেন খাঁনের সঙ্গে একই গ্রামের সেকান্দার ঘরামি (৪৫) ও মৃধা গোষ্ঠীর মধ্যে নির্বাচন ও জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন ২০২৪ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় আমির হোসেন পার্শ্ববর্তী গোলেনুরের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে সেকান্দার ঘরামি, ওসমান মৃধা ও তাদের সহযোগীরা দেশি অস্ত্র, রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়। আমির খাঁর চিৎকারে তার স্ত্রী, মেয়ে ও ফুফাতো ভাই ইউসুফসহ ¯’ানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। আমিরের স্ত্রীকে রামদা দিয়ে মাথায় কোপ দেয়া হয়। গুরুতর আহতদের প্রথমে তালতলী স্বা¯’্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। সেখানে অব¯’ার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অন্যান্যরা পর্যায়কর্মে সু¯’্য হলেও ২৪ অক্টোবর দুপুরে চিকিৎসাধীন অব¯’ায় আমির হোসেন খান মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আবু বকর সিদ্দিক বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুশান্ত বিশ্বাস দীর্ঘ নয় মাসেও কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমির হোসেন হত্যা মামলার আসামিদেরকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে। এরই ধারাবাহিকতায় ওসমান মৃধাকে গ্রেফতার করা হয়। তিনি তার বিরুদ্ধে বাদীপক্ষের দেয়া সকল অভিযোগ অস্বীকার করেন।নিহতের পরিবার অভিযোগ করে, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে বারবার হুমকি দি”েছ। বাদী আবু বকর বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তালতলী থানায় জিডি করতে গেলে এসআই সুশান্ত বিশ্বাস জিডি করতে নিষেধ করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝