সংবাদ শিরোনাম: |
গাইবান্ধার পলাশবাড়ীতে সম্প্রতি ফাঁস হওয়া একটি বিতর্কিত অডিও রেকর্ডকে 'এডিটকৃত' উল্লেখ করে এর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টায় পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অস্থায়ী কার্যালয়ে এই জনাকীর্ণ সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার মুখ্য সংগঠক মো. মাসুদ-(৩য় পৃষ্ঠায় পড়ুন)
রানা শেখ লিখিত বক্তব্যে জানান, ফাঁস হওয়া অডিওটি সম্পূর্ণরূপে বিকৃত, যেখানে প্রযুক্তি ব্যবহার করে কথা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, 'সাসেক' প্রকল্পের প্রকৌশলী সাইমুম আতিকের ৫০ লাখ টাকার দুর্নীতি এবং গাইবান্ধার সাবেক মেয়র মতলুবর রহমানের সঙ্গে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মহলের লেনদেন আড়াল করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অডিও প্রকাশ করা হয়েছে।মাসুদ রানা শেখ আরও বলেন, তিনি উল্লিখিত দুর্নীতির তদন্ত কমিটির সদস্য হওয়ার পর থেকেই একটি চিহ্নিত মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং অপপ্রচার চালাচ্ছে। তিনি আশাবাদী, অচিরেই এসব বিষয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ পাবে। পলাশবাড়ী আন্ডারপাস নির্মাণ বা ছাত্রলীগের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগগুলোও তিনি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অর্ণব আহম্মেদ সামিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।