সংবাদ শিরোনাম: |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের খ্যাতিমান অধ্যাপক-(৩য় পৃষ্ঠায় পড়ুন)
ড. মাহবুব রব্বানী। (রবিবার) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর মেয়াদি এই নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গুণগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পরিচালক প্রশাসনিক দিকনির্দেশনা, সম্পদ ব্যবস্থাপনা এবং ওছঅঈ সংশ্লিষ্ট সব কার্যক্রমের তত্ত্বাবধানে যুক্ত হবেন।