সংবাদ শিরোনাম: |
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমতলীতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার দুপুরে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ প্রচেষ্টায় ৪ হাজার ৩৮ জন শিশুর মধ্যে মোট ১২ হাজার ১১৪টি ফলদ চারা বিতরণ করা হয়। প্রতিটি শিশুকে তিনটি করে উন্নত জাতের সফেদা, পেয়ারা ও আমড়া ফলের চারা দেওয়া হয়েছে। একই সাথে, তাদের সুরক্ষার জন্য ৪ হাজার ৩৮টি ছাতাও বিতরণ করা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে এক নতুন দিক উন্মোচন করেছে।আমতলী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এই চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান। নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, স্থানীয় সাংবাদিক জাকির হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং মৃদুল সরকার।আয়োজকদের ভাষ্যমতে, ফলদ গাছের চারা বিতরণের মূল উদ্দেশ্য হলো শিশুদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ তৈরি করা। এই গাছগুলো বড় হলে সেগুলো থেকে পুষ্টি ও আর্থিক সহায়তাও পাওয়া যাবে। ছাতা বিতরণের মাধ্যমে শিশুদের প্রখর রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষা দেওয়া হবে, যা তাদের দৈনন্দিন চলাচলে স্বস্তি দেবে। এই ধরনের সমন্বিত উদ্যোগ স্থানীয় কমিউনিটিকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অনুপ্রাণিত করবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।