পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাউফল পৌর শাখার যৌথ উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।২২.০৬.২৫ইং তারিখ রোজ রবিবার সকাল ১২টায় এ কর্মসূচির অংশ হিসেবে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক আবু বকর সিদ্দিক রাসেল, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মুন্সী টিপু, সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাপ্পি জমাদ্দার, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাঈম হোসেন, কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সেক্রেটারি বাবু মুন্সী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত জোমাদ্দার, ছাত্রদল নেতা রাকিব হোসেনসহ বিভিন্ন ইউনিট ও কলেজ শাখার নেতৃবৃন্দ।বক্তারা বলেন, “২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচি ধারা -(৩য় পৃষ্ঠায় পড়ুন)
বাহিকভাবে বাউফল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পটুয়াখালী জেলা ছাত্রদলের নির্দেশনায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।”তারা আরও বলেন, শুধু বৃক্ষ রোপণ নয়, গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও ছাত্রদলের প্রতিটি ইউনিট সচেষ্ট থাকবে। পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখতে চায়।এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ একযোগে অঙ্গীকার করেন, আগামী দিনগুলোতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে ছাত্রদল সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে।