×
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: মৃত্যুশয্যায় বিভুরঞ্জন: খোলা চিঠির ময়নাতদন্ত বামনায় রুহিতার চর রক্ষার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান জুলাই পূর্নজাগরন ২০২৫ : নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা বামনায় অসহায় মানুষের মুখে হাসি বামনায় সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা জুলাই শহিদ স্মরণে বরিশাল পিআইডি’র দোয়া মাহফিল বেতাগীতে জুলাই পুর্নজাগরণে সমাজগঠনে ৩০০ জনের শপথ পাঠ কাউখালীতে জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ রাজাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বরগুনায় শপথ গ্রহণ নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থান নিতে হবে: জেলা প্রশাসক
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বামনায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন , ২০২৫, ০১:৫৩:০০ এএম
শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন নিজস্ব সংবাদদাতা::
GK_2025-06-24_6859b12d2fa9a.jpg

বরগুনার বামনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন, ২০২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বামনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বামনা উপজেলা জামায়াত ইসলামীর আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান, শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ্ব আবদুস সোবহান এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বামনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়ে তাদের মতামত তুলে ধরেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বামনায় যৌথবাহিনীর টহল জোরদার করে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার জানান, ইতিমধ্যেই বামনার চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অপহরণ করে চাঁদা আদায় করা একটি চক্রকে পুলিশের পোশাক, হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও উল্লেখ করেন, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বামনায় একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। এই সভার মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝