সংবাদ শিরোনাম: |
বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের জন্য ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (১ জুলাই) এ তথ্য জানানো হয়।
নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল জলিল আকন্দ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ হায়দার আলী (অভিভাবক সদস্য), মোঃ দেলোয়ার হোসেন সাঈদী (সাধারণ শিক্ষক সদস্য) এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সদস্য সচিব)।
সভাপতি আব্দুল জলিল আকন্দ বলেন, ‘আমি মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন আনতে চাই। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানো আমার অগ্রাধিকার।
স্থানীয় বাসিন্দারাও আশাবাদী। তাঁদের বিশ্বাস, অভিজ্ঞ ও দায়িত্বশীল এই পরিচালকের নেতৃত্বে মাদ্রাসাটি নতুন গতিতে এগিয়ে যাবে।